রাছুলুল্লাহ (সাঃ) বলেন: “সমস্ত সৃষ্টিজগত আল্লাহর পরিবার। আল্লাহ পাকের নিকট সর্বোত্তম ঐ ব্যক্তি যে সৃষ্টিজীবের সাথে ভাল ব্যবহার করে।” (বায়হাকী) “বিধবা এবং গরীবের খোঁজ-খবর যে নেয় সে আল্লাহর রাস্তায় জেহাদকারীদের মত, ঐ তাহাজ্জুদগুজারের মত যে তাহাজ্জুদ পড়তে পড়তে কান্ত হয় না এবং ঐ রোজাদারের মত যে সর্বদা রোজা রাখে”। (বুখারী-মুসলিম) ‘অবশ্যই একজন মুসলমানের সাদকা তার হায়াত বৃদ্ধি করে, অপমৃত্যু থেকে বাঁচায়, তার থেকে অহংকার ও অহমিকা মহান আল্লাহ দূর করে দেন।’ (মুজামুল কাবীর, হাদীস-১৩৫০৮)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment