Tuesday, January 28, 2014

শহরে বিদেশী অতিথি -পরিচ্ছন্ন ঢাকা গড়তে জাপানি স্বেচ্ছাসেবক

শহরে বিদেশী অতিথি -পরিচ্ছন্ন ঢাকা গড়তে জাপানি স্বেচ্ছাসেবক
মতিন আবদুল্লাহ

শহর হবে পরিছন্নঝকঝকে-তকতকেমৃদুমন্দ বাতাস বইবেনাগরিকরা বসবাস করবে আনন্দেকারও মনে নগর নিয়ে থাকবে না কোনো দুঃখ-কষ্টআর রাজধানী শহরসে তো হবে আরও পরিপাটিকেননা এই শহরের ওপর নির্ভর করে একটি দেশের মর্যাদাএমন শহর কার না কামনাপ্রতিটি নগরবাসীই এমনটি কামনা করে
কিন্তু আমরা যদি আমাদের ঢাকা শহরের দিকে তাকাই তাহলে কি দেখিময়লা-আর্বজনায় শ্রীহীন থাকে শহরময়লাসৃষ্ট রোগ-জীবাণুতে আক্রান্ত হচ্ছে শহরের বাসিন্দারাজেনে-শুনে আমরা প্রতিনিয়ত আমাদের শহরটাকে ধ্বংস করছিভরাট করেছি প্রাকৃতিক জলাধার পুকুর, ডোবাখাল-নদী গিলে খাচ্ছে দখলদাররাপার্ক দখল হয়ে যাচ্ছেবৃক্ষগুলো কেটে ফেলা হচ্ছেব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এসব করা হচ্ছে
আমাদের শহরের জন্য আমাদের মায়া না থাকলেও ভিনদেশীদের মায়া-মমতা রয়েছেঅনেক ভিনদেশীর আমাদের এই শহরের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়তারা দুঃখ পায় আমাদের এসব কর্মকাণ্ডেপৃথিবীর অনেক উন্নত দেশ আমাদের দেশের শহরসহ বিভিন্ন বিভিন্ন উন্নয়নে কর্মকাণ্ডে সাহায্য-সহায়তা করে থাকে
অবিশ্বাস্য হলেও সত্যঢাকা শহর পরিছন্নতা কাজে স্বেচ্ছাশ্রম দিতে ছুটে এসেছে তিন জাপানিএদের দুজন তরুণী, একজন তরুণপ্রতিদিন তারা পরিবেশ উন্নয়নে পরিছন্নতা কার্যক্রমের গুরুত্ব বোঝাতে নগরীর বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেনছাত্রছাত্রীদের বোঝাচ্ছেনসাধারণ মানুষকে বোঝাচ্ছেনসংশ্লিষ্ট সংস্থাকে সহায়তা করছেনদায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা সিটি করপোরেশনকে তাদের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরছেন
এই জাপানি তিনজনই মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করেছেনতিনজনের কেউ এখনো বিয়ে করেননিতারা হলেন_ মিউ কি অপুবয়স ২৮ বছর২০১১ সালের শুরুতে ঢাকায় এসেছেনপ্রথমে একা একা কাজ শুরু করেছেনঢাকা সিটি করপোরেশনের সহায়তায় তারা কাজ করছেনঅপুর পরে এসেছেন হিগা সিনোবয়স ২৮ বছরএকটি জাপানি কোম্পানিতে চাকরি করতেন তিনিদুই বছরের জন্য ছুটি নিয়ে এসেছেন ঢাকা শহরের পরিছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাশ্রম দিতেলেখাপড়া শেষ করে স্বেচ্ছাশ্রম দিতে চলে এসেছেন মিচিকো কোগাবয়স ২৪ বছরএখন তারা তিনজন একত্রে কাজ করছেনবর্তমান তাদের কর্ম এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের , নম্বর ওয়ার্ডে
জাপানি এই স্বেচ্ছাসেবকদের মুখোমুখি হয় বাংলাদেশ প্রতিদিননানা বিষয়ে কথা হয়মিউ কি অপু বললেন, তিনি চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে এসেছেনস্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন বিগত ১৮ মাস ধরেআর চার মাস পর দেশে ফিরে যাবেনদেশে ফিরে নতুন করে চাকরি খুঁজে যোগদান করবেনএরপর বিয়ে করবেনবাংলাদেশ এবং এদেশের মানুষকে তার অনেক ভালো লাগে বলে জানালেনহিসা সিনো মিচিকো কোগাও জাইকার মাধ্যমে দেশে এসেছেনএখানে তাদের তিনজনের সঙ্গে প্রথম পরিচয় হয়তারা এখন একযোগে কাজ শুরু করেছেনথাকবেন পুরা দুই বছরএর মধ্যে একবার নিজ দেশে বেড়াতে যাবেনজানালেন, তাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে যায়বাংলাদেশ তাদের অনেক ভালো লেগেছেএদেশের জন্য কাজ করতে পেরে তারা আনন্দিতরাজধানী ঢাকার আয়তন এখন ৩৬০ বর্গ কিলোমিটারএই নগরীতে বসবাস প্রায় সোয়া দুই কোটি লোকেরপ্রতিদিন প্রায় পাঁচ হাজার মেট্রিকটন বর্জ্য তৈরি হয়আমাদের ব্যবস্থাপনায় প্রতিদিন আড়াই থেকে তিন হাজার মেট্রিকটন বর্জ্য অপসারণ করা সম্ভব হয়বাকি ময়লা-আর্বজনা যেখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকেএসব আবর্জনা থেকে নানাবিধ রোগ-জীবাণু ছড়ায়স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখানে ক্যান্সারের জীবাণু খুঁজে পেয়েছেনবিশ্বের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ জাপানবিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের পাশে দাঁড়িয়েছে জাপানঢাকা শহরের ময়লা-আর্বজনা অপসারণে দক্ষ ব্যবস্থাপনা গড়তে জাপানি সাহায্য সংস্থা বা জাইকা ২০০০ সাল থেকে ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে কাজ করছেতাদের টার্গেট ২০১৫ সালের মধ্যে ঢাকা শহরে দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলবেন পর্যন্ত সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ করে গড়ে তুলতে অনেক প্রশিক্ষণ দিয়েছেনঅনেক টাকা ব্যয়ে দুটি ল্যান্ডফিল গড়েছেনদিয়েছেন পরিবেশবান্ধব বর্জ্য পরিবহন গাড়িঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা মনে করেন জাপানের সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনা যেভাবে এগিয়ে যাচ্ছে ২০১৫ সালের মধ্যে একধাপ এগিয়ে যাবে দক্ষ বর্জ্য ব্যবস্থাপনায়




No comments:

Post a Comment